রাজশাহীর পদ্মার পাড়ে পর্যটনের অপার সম্ভাবনা


মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

সুন্দর ও পরিস্কার শহর হিসেবে পরিচিত এই রাজশাহী মহা নগরী।  এ শহরের পাশে রয়েছে পদ্মা নদী।  নদীর অপার সৌন্দর্য দেখতে প্রতিদিন দূর দুরান্ত থেকে আসে নারী, পুরুষ। আর এ সুবাদে নদীর ধারে গড়ে উঠেছে ছোট ছোট অনেক দোকান। 

চা,  কফি,  ফুচকা,  চটপটি, থেকে শুরু করে বাচ্চাদের খেলনা নিয়ে ব্যবসা শুরু করেছে অনেক। একবার যে রাজশাহীতে  এই পদ্মার নির্মল বাতাসে বেড়াতে  এসেছে,  সে কোন দিন ভুলতে পারে নি।  ১২ কি: মিটার সরু রাস্তা আছে এই পদ্মার পাড় ঘেসে।  সকালে ও বিকালে  অনেকে  হাটতে ও আসেন এখানে।  এখন গীষ্মকাল,  তাই পানি একদম নদীর মাঝখানে নেমে গেছে। সামান্য কিছু পানি আছে।  কিন্তু বর্ষায় নদীতে ভরপুর পানি আসে। 

এই রাজশাহী মহা নগরীতে রয়েছে প্রচুর স্কুল,  কলেজ।  আছে বিশ্ববিদ্যালয়,  মেডিকেল কলেজ, রুয়েট।  এসব প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসা ছাত্র,  ছাত্রীরা আসেন এই পদ্মার পাড়ে।  মোট কথা জমজমাট একটা সুন্দর,  সবুজের সমারোহ এই রাজশাহী পদ্মা নদীর পাড়। মহান সাধক হযরত শাহ মখদম (রা) এর মাজার শরীর আছে এই পদ্মা নদীর পাড়ে।

পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে এই  রাজশাহী মহা নগরীর পদ্মার পাড়।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর