মধুপুর রাজা ফুডস কোম্পানি মোবাইল কোডের অভিযান


মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন মাস্টারপাড়াএলাকায় রাজা ফুডস্ ফ্যাক্টরিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

রবিবার ২০ এপ্রিল টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন মাস্টার পাড়া  এলাকায় রাজা ফুডস  ফ্যাক্টরিতে ভ্রাম্যমান আদালতের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চিপস তৈরি, বিএসটিআই এর লাইসেন্স না থাকা সত্ত্বেও স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার করে লাচ্ছা, চানাচুর, পাঁপড় ও চিপস বাজার জাতকরণ, মেয়াদোত্তীর্ণ কাঁচামাল ব্যবহার করে চিপস প্রস্তুত ইত্যাদি অপরাধ পরিলক্ষিত হয়। ফ্যাক্টরীতে মালিক উপস্থিত না থাকায় মোবাইল কোর্ট পরিচালনা সম্পুর্ন করা সম্ভব হয়নি।তবে, জব্দকৃত মোড়ক ও চিপস-চানাচুর আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন, মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। এ অভিযানে সহযোগিতা করেন মধুপুর সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর