রাতের আধারে ফসলী জমিতে পুকুর কাটা হচ্ছে



মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর পবা উপজেলায় রাতের আধারে ফসলের জমি  পুকুর কাটা হচ্ছে।  ফসলী জমিতে পুকুর কাটা আইনগত ভাবে নিষিদ্ধ। কোন প্রকার আইনের তোয়াক্কা না করে,  রাতের আধারে ফসলের জমিতে পুকুর কাটা হচ্ছে। এতে তিন ফসল যে জমিতে উৎপাদন হবো,  সেটা নষ্ট করা হচ্ছে। ফলে খাদ্য সামগ্রী  সংকট দেখা দিতে পারে। বিষয় করে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে,  এসব পুকুর কাটা হচ্ছে।

পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের দক্ষিণপাড়া মাঠে একই সঙ্গে পাশাপাশি তিনটি পুকুর খনন চলছে। এর ফলে প্রায় ৪০ বিঘা আবাদি জমির ফসল ও সবজি নষ্ট হয়েছে। এসব পুকুর খননের আগে জমিতে পেঁয়াজ, ভুট্টা, ধান, কাঁচামরিচ ও বিভিন্ন ধরনের সবজির আবাদ ছিল। এলাকাবাসী এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে। এই পুকুর কাটা নিয়ে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।   যে কোন সময় বড় ধরনের মারামারি হবার সম্ভাবনা রয়েছে। এসিল্যন্ড অফিসে ৩০০ কন কৃষক,  ফসলি জমিতে পুকুর না কাটার জন্য আবেদন করবে । সেজন্য স্বাক্ষর সংগ্রহ চলছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর