আবারো জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন আল মাসুম



আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুর থানার এসআই মোঃ আল মাসুম আবারো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন। তিনি জানুয়ারি ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১২ এপ্রিল) বিকেলে নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ সভায় টানা তৃতীয়বারের মতো নাটোর জেলার শ্রেষ্ঠ এসআই(নিঃ) নির্বাচিত হয়েছেন এসআই(নিঃ)‌ মোঃ আল মাসুম। সেই সাথে এএসআই (নিঃ) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এএসআই(নিঃ) ইউসুফ আলী চৌধুরী।

লালপুর থানায় নিষ্ঠা, সততা ও ভাল কাজের স্বীকৃতি স্বরূপ নাটোর জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার মোঃ আমজাদ হোসেন পিপিএম তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেন। এ সময় নাটোর জেলা পুলিশের  বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রোববার (১৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জমান জানান, লালপুর থানার এসআই আল মাসুম গত জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে টানা তৃতীয় বারের মতো নাটোর জেলায় শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।এএসআই (নিঃ) ক্যাটাগরিতে ২য় নির্বাচিত হয়েছেন লালপুর থানার এএসআই(নিঃ) ইউসুফ আলী চৌধুরী।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর