মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
প্রসাদপুরে শেষ হলো শ্রী শ্রী রাধা গোবিন্দ জয়তু : বিশ্ব মানবতার কল্যাণ কামনায় দেশ মাতৃকার ও জাতির কল্যাণার্থে ১৬ প্রহর ব্যাপী লীলা কীর্তন জঙ্গা অনুষ্ঠান। দূর দুরান্ত থেকে অনেক ভক্ত এসেছেন। এই অনুষ্ঠান নদীর ধারে অসাধারণ মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো। এই ১৬ প্রহর ব্যাপী, লীলা কীর্তন ও যজ্ঞাঅনুষ।ঠান হয় । প্রসাদপুর শিব মন্দির প্রাঙ্গন নদীর পূর্ব পাড়ে এ আয়োজন করা হয়। ভক্তদের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়। একটা আনন্দ ঘন পরিবেশে হিন্দু ধর্মাবলীদের এই লীলাকীর্তন অনুষ্ঠান চলে। অনুষঠানের দোকানপাট বসে এর আশেপাশে ছোটখাটো একটা মেলার মত মনে হচ্ছিল।
আমি সরে জমিনে সেই অনুষ্ঠানে যেয়ে কথা বলললাম। আয়োজক রা বলেন, আগামীতে সরকারি সহযোগিতা পেলে তারা আরো বড় পরিসরে এই হিন্দু ধর্মাবলীদের লীলা কীর্তন ও যগ্জা অনুষ্ঠান করবেন বলে তারা জানান। এলাকার সকলের সহযোগিতায় নিজেদের অর্থায়ানে, নিজ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়
যা হয়েছে তা ভালো হয়েছে। যা হচ্ছে তা ভালো হচ্ছে। যা হবে তা ভালই হবে। এটাই শ্রী শ্রী গীতা সারাংশ।
إرسال تعليق