বিজিবির অভিযানে ২০ বার্মিজ গরু জব্দ



বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১১ বিজিবির ধারাবাহিক অভিযানে ২০টি বার্মিজ গরু জব্দ করা হয়েছে।

৬ ই এপ্রিল রোববার  ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জারুলিয়াছড়ি বিওপির সদস্যরা নিয়মিত টহলের অংশ হিসেবে সীমান্তবর্তী হাতিরডিভা নামক স্থানে এসব গরু জব্দ করেন।

বিজিবি সূত্রে জানা যায়, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস কে এম কফিল উদ্দিন কায়েসের নির্দেশনায় পরিচালিত অভিযানে এসব বার্মিজ গরু সীমান্তে পাচারের সময় জব্দ করা হয়।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কফিল উদ্দিন কায়েস বলেন, অভিযানের সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা গরুগুলোর সিজার ফর্ম প্রস্তুত করা হয়েছে। বিধি মোতাবেক কাস্টমসের মাধ্যমে এগুলো দ্রুত নিলামে তোলা হবে।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর