আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর থানায় গ্রেফতার হওয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুবেল উদ্দিনকে থানার চত্বর থেকেই জোরপূর্বক ছিনিয়ে নিয়েছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত রুবেল উদ্দিন লালপুর উপজেলার গৌরিপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় একটি বাড়িতে গুলির ঘটনার মামলায় রুবেল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। ওই মামলার ভিত্তিতে মঙ্গলবার বিকালে তাকে গ্রেফতার করে লালপুর থানায় নেওয়া হয়।
রুবেলের গ্রেফতারের খবরে বিএনপি ও তার সহযোগী সংগঠনের প্রায় ৫০ জন নেতাকর্মী থানায় উপস্থিত হয়ে তার মুক্তির দাবি জানান। একপর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হট্টগোলের মধ্যে তাকে জোর করে ছিনিয়ে নিয়ে যান তারা।
ঘটনার পর থেকে থানার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ ও যৌথবাহিনী অভিযান শুরু করেছে।
এ বিষয়ে নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন নারীসহ কিছু লোক পুলিশের উপর চড়াও হয় পরে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় ছিনিয়ে নেওয়া আসামিসহ যারা এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে
إرسال تعليق