পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা কৃষক দল



মোঃ সুমন খান, পার্বত্য অঞ্চল:

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাঙ্গামাটি জেলা কৃষক দলের সভাপতি  অলক প্রিয় চৌধুরীর রিন্টু ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু   তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন” বছর ঘুরে আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর ও রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ,আমি বাংলাদেশের জনগণসহ বিশ্ববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক।

তিনি আরও বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনায় আমরা ইসলামের শ্বাসত শিক্ষায় ধনী-গরিব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়। ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন, এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে ও সারাবিশ্বে। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে।

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা। রাঙ্গামাটি জেলা কৃষক দলের 

সভাপতি  অলক প্রিয় চৌধুরী রিন্টু ও সাধারণ সম্পাদক রবিউল হোসেন বাবলু   বলেন, ধনী-গরিব নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে  পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর