লালপুরে যৌথবাহিনী কর্তৃক মাদক ও ভুয়া পাসপোর্ট জালিয়াতি আদম ব্যবসায়ী গ্রেফতারা


আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: 

নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক ও পাসপোর্ট জালিয়াতি চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মো. রফিকুল ইসলাম নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

অভিযানের সময় তার বাড়ি থেকে ৪ পিস ইয়াবা, ৫টি জাল ডিপ্লোমেটিক পাসপোর্ট, ১১টি জাল সবুজ পাসপোর্ট, ৪টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, ৩টি অবৈধ সিম কার্ড, দেশি-বিদেশি পরিচয়পত্র, ভুয়া বিসিএস কর্মকর্তার সিল, অসংখ্য পাসপোর্ট সাইজের ছবি ও পাসপোর্ট তৈরির নানান কাগজপত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক পাচার এবং জাল পাসপোর্ট সরবরাহের সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান শেষে উদ্ধারকৃত অবৈধ মালামালসহ তাকে লালপুর থানায় হস্তান্তর করা হয়। এ বিষয়ে লালপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মমিনুজ্জামান বলেন, ‘আসামির বিরুদ্ধে মাদক ও পাসপোর্ট জালিয়াতির পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।’

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর