লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামে ফসলের মাঠ থেকে মাজেদুল ইসলাম (৫৫) নামে এক কবিরাজের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
মাজেদুল ইসলাম একই এলাকার ইয়ার আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একাধিক ব্যক্তি থেকে ঋণ নিয়ে জুয়া খেলতেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। পাওনাদারদের চাপ ও ঋণের বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোমিনুজ্জামান জানান, মরদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
إرسال تعليق