মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
জুলেখা সেনেটারী হাউজ। এই প্রতিষ্ঠানের মালিক মোঃ আব্দুল জলিল। প্রতিষ্ঠানটি মান্দা উপজেলা, প্রসাদপুর বাজার মেডিকেল রোডে অবস্থিত। এখানে কংক্রিটের তৈরি পার্কিং টাইলস, ভেন্টিলেটর, পিলার, বন্ধু চুলা, রিং পাট, সহ অনেক কিছু বাড়ি নির্মাণের যাবতীয় সামগ্রী পাওয়া যায়।
আমি সরজমিনে যেয়ে, কথা বললাম জনাব মো: আব্দুল জলিল উনার সঙ্গে। নির্মাণ সামগ্রী উপকরণ তৈরি করে সুলভ মূল্যে পাইকারি ও খুচরা বিক্রি করেন। নির্মাণ সামগ্রী খুচরা এবং পাইকারি নিতে অনেক দূর দুরান্ত থেকে মানুষ আসেম তার কাছে। এ সব নির্মাণ সামগ্রী বিক্রি করে তার পরিবার চলে। এখানেই এই এলাকার কয়েক জনের কর্ম সংস্থানের ব্যবস্থা ও করেছেন উনি। তাদের পরিবার ও সাচ্ছন্দ্য ভাবে চলে। ভবিষ্যতে আরও লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন সেই লক্ষ্যে তিনি অগ্রসর হচ্ছেন। তার এই নির্মাণ শৈলী দেখে অনেকেই মুগ্ধ হয়ে যান। বিভিন্ন জায়গায় থেকে করছেন দূর দূরান্ত থেকে মানুষ আসেন তার কাছে পণ্য নেয়ার জন্য। লোকজন এসে এই পণ্যগুলো নিয়ে যাচ্ছে, আর ধীরে ধীরে হয়ে উঠছেন তিনি এলাকায় জনপ্রিয়। আমরা অনেকেই চাকরির পিছনে ছুটছি। চাকরির পিছনে না ছুটে নিজে উদ্যোক্তা হয়ে ব্যবসা শুরু করে অনেকেই এভাবে সফল হচ্ছেন।
إرسال تعليق