২৪টি প্রতিষ্ঠানে খাদ্যশষ্য প্রদান করলেন- কেএস মং মারমা


বান্দরবান পার্বত্য জেলার বৌদ্ধ ধর্মীয় অনাথালয় ও আবাসিক শিক্ষা প্রতিষ্ঠানসহ ২৪টি প্রতিষ্ঠানে খাদ্যশস্য প্রদান করলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা।

২৩ শেএপ্রিল বুধবার শহরের বান্দরবান বিভিন্ন  বৌদ্ধ অনাথালয়ে দুই মেট্রিক টন চাউলের ডিও লেটার হস্তান্তরের মাধ্যমে এ প্রক্রিয়া খাদ্যশষ্য প্রদান শুরু করেন। পরে শহরের উজানি পাড়া পমুদ আবাসিক ছাত্রাবাসে ছাত্র ও শ্রমনদের জন্য বিহার অধ্যক্ষ ড. সুবন্ন লংকারা মহাথের’র নিকট তিন মেট্রিক টন চাউলের ডিও লেটার প্রদান করেন।

বান্দরবান শহরের উজানি পাড়া পমুদ আবাসিক ছাত্রাবাসে ছাত্র ও শ্রমনদের জন্য খাদ্যশস্যের ডিও লেটার প্রদান করছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএস মং মারমা।

কেএস মং মারমা বলেন, আঞ্চলিক পরিষদ থেকে নিজের জন্য প্রাপ্ত ৫৫ টন খাদ্যশস্য জেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় অনাথালয় ও আর্থসামাজিক প্রতিষ্টানে প্রদানের উদ্দ্যোগ নিয়েছি। যার প্রেক্ষিতে বান্দরবান বৌদ্ধ অনাথালয়ে ২ মেট্রিক টন ও পমুদ আবাসিক ছাত্রাবাসে ছাত্র ও শ্রমনদের জন্য ৩ মেট্রিক টন চাউলের ডিও লেটার প্রদান করা হয়েছে। 

পর্যায় ক্রমে আরও ২২ টি প্রতিষ্ঠান মিলে মোট ৫৫ মেট্রিক টন খাদ্যশস্য বিতরণ করা হবে বলে জানান তিনি।

বান্দরবান বৌদ্ধ অনাথালয়ের বিহার অধ্যক্ষ তিক্ষিন্দ্রিয়া মহাথের, পমুদ আবাসিক ছাত্রাবাসের অধ্যক্ষ ড. সুবন্ন লংকারা মহাথেরসহ প্রতিষ্ঠানগুলোর দুই শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর