কানে হেডফোন, ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু



জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:

রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে আড্ডা দিচ্ছিলেন কয়েকজন বন্ধু। এসময় ট্রেনের ধাক্কায় মুহূর্তেই প্রাণ হারান মেহেদি হাসান (২৭) নামে এক যুবক।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বাউসি ব্রিজ সংলগ্ন রেললাইনে এ ঘটনা ঘটে।

নিহত মেহেদি সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী এলাকার ইতালি প্রবাসী লাঞ্জু মিয়ার একমাত্র ছেলে। তিনি জামালপুর জসিম উদ্দিন টেকনিক্যাল কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) পড়ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কয়েকজন বন্ধু মিলে রেললাইনে বসে আড্ডা দিচ্ছিলেন এবং মেহেদির কানে হেডফোন লাগানো ছিল। এসময় ভুয়াপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি কয়েকবার হর্ন দিলেও তিনি তা শুনতে পাননি। একপর্যায়ে ট্রেনটি খুব কাছাকাছি চলে আসলে, মেহেদি উঠে দাঁড়ালেও ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মাথা লাগলে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

সরিষাবাড়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশীষ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে বলেন, "অবহেলায় হেডফোন লাগিয়ে রেললাইনে বসে গান শোনার কারণে মেহেদির মাথায় ট্রেনের ধাক্কা লাগে। বন্ধুরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করলে, পথে তার মৃত্যু হয়

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর