লালপুরে শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত



আবু তালেব,লালপুর (নাটোর) প্রতিনিধি :

নাটোরের লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সদ্য বিদায়ী সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে বলে ছাত্রসমাজের কাছে আহবান জানান। তিনি বলেন ফ্যাসিবাদের পতনের পর ইসলামী আন্দোলনের জন্য অবারিত সুযোগ তৈরি হয়েছে। যদি এই সময়কে কাজে লাগাতে না পারি ইতিহাস আমাদের ছেড়ে দিবে না। আমাদের সকল কাজ হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। ছাত্রশিবির জালিম হাসিনা সরকারের নিপীড়ন নির্যাতন উপেক্ষা করে ২৪ এর অভ্যুত্থান সফল করতে সক্ষম হয়েছে।

বুধবার (২রা এপ্রিল ) নাটোরের লালপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির লালপুর উপজেলা শাখা আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছাত্রশিবিরের সাবেক এই শীর্ষ নেতা আরও বলেন, আগামী চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেকে প্রস্তুত রাখতে হবে। সমাজকে গড়তে নতুন নতুন আইডিয়া নিয়ে এগিয়ে আসতে হবে।

লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে উপজেলা পূর্ব শাখা শিবির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে পশ্চিম শাখা সভাপতি সাদ্দাম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নাটোর-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী উপজেলা আমীর মাওলানা আবুল কালাম আজাদ, ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিণ সভাপতি ইব্রাহিম হোসেন রনি, জেলা সেক্রেটারি জাহিদ হাসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট মাসুদ রানা। সমাবেশে বর্তমান সাবেক জেলা, উপজেলাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্মৃতি চারণ করেন এবং সংগঠনকে সংগঠিত করার উদাত্ত আহ্বান জানান।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর