লালপুর থানার আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় রুবেল শাহ গ্রেপ্তার ৪



আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: 

নাটোরের লালপুর থানায় ছাত্রদল নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আজ বুধবার (৯ এপ্রিল) দুপুরে বিশেষ অভিযানে উপজেলার ঈশ্বরদী এয়ারপোর্ট এলাকা থেকে রুবেল উদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি বাগাতিপাড়া থানার একটি মামলার সন্দেহভাজন আসামি। এরপর তাকে লালপুর থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন (৩০), তার দুই বোন রূপা খাতুন (২৫) ও ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০), এবং যুবদল নেতা মাসুদ রানা (৪৫)।

এর আগে, গতকাল মঙ্গলবার বিকেলে রুবেলকে আটক অবস্থায় থানায় নিয়ে আসার পর তার সমর্থকরা জোরপূর্বক থানায় ঢুকে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই বাগাতিপাড়া থানার এসআই মানিক কুমার চৌধুরী বাদী হয়ে লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হান কবির সুইটকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০-১২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। নাটোর সদর থানার ওসি মাহবুবুর রহমান জানান, বুধবার সকাল ৮টার মধ্যে লালপুর থানা থেকে তিনজনকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার কাগজপত্র হাতে পেলে তাদের আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর বাগাতিপাড়ায় আরেকটি ঘটনায় রুবেল উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করা হলে, তখনও ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা তাকে থানায় এসে ছাড়িয়ে নেয়।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর