আরিফুল ইসলাম (লক্ষ্মীপুর)
শুক্রবার বিকাল ৩ঘটিকা হইতে ইসলামী আন্দোলন বাংলাদেশ রায়পুর উপজেলা শাখার উদ্যোগে শহরের বাস টার্মিনালে আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, প্রশ্নবিদ্ধ কোনো নির্বাচন করলেই চাঁদাবাজরা আবারও ক্ষমতায় আসবে। তাই আগে সংস্কার শেষ করে স্থানীয় নির্বাচন দিতে হবে তারপরে জাতীয় নির্বাচন।
এতে বক্তারা বলেন,স্বাধীনতার দীর্ঘ ৫৪ বছরেও জনতার ইচ্ছের প্রতিফলন ঘটেনি। সাম্য প্রতিষ্ঠা হয়নি। মানবিক মর্যাদা শুন্যের কোটায়। সমাজের কোনো স্তরেই ন্যায়বিচার নেই। দীর্ঘ ৫৪ বছরে শাসকগোষ্ঠী জনতার স্বাধীনতকে গলা টিপে হত্যা করেছে। শাসকরা ক্ষমতায় থেকে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ বনলেও কৃষক শ্রমিক মেহনতি মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। ছাত্ররা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে স্বাধীনতা আনলেও শিক্ষাঙ্গনগুলো আজও দলীয় ক্যাডারদের দখলমুক্ত হয়নি। বৈষম্য আজ সমাজের সর্বস্তরে বিস্তারলাভ করেছে।নৈতিক অবক্ষয়ের কারনে জুলাই অভ্যুত্থানের রক্ত আজ বিফলের পথে। আমরা ২৪-এর নতুন বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না। ফ্যাসিজমের কবর রচিত হোক এটাই হোক নতুন বাংলার অঙ্গীকার।
মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম আরও বলেন, ফিলিস্তিন ও গাজায় বছরের পর বছর ধরে যে অমানবিক নির্মমতা চলছে তা মানবতার জন্য এক কলঙ্কময় অধ্যায়। বিগত কয়েকদিনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে যার বেশিরভাগই শিশু ও নারী। এই দৃশ্য সহ্য করা যায় না। অবিলম্বে এ নারকীয় হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ওআইসি ও আরবলীগসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নিতে জোর দাবি জানান।
উপজেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সেক্রেটারী মাওলানা হেলাল উদ্দিনের সঞ্চলনায় আয়োজিত সম্মেলনে আরোও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলাওয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মহিউদ্দীন, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোখলেছুর রহমান, ছাত্র আন্দোলনের সভাপতি মোঃ ইউনুস খান শ্রমিক সহ-সভাপতি মাওলানা আবুল বাশার থানা জয়েন্ট সেক্রেটারী মাওলানা কাওসার মাহমুদ , সাংগঠনিক সম্পাদক মোঃ মাঈনউদ্দিন চিশতি সহ থানা ও স্থানীয় নেতৃবৃন্দ।
إرسال تعليق