তিন পার্বত্য জেলার নিম্ন আদালত মনিটরিংয়ে বিচারপতি কুদ্দুস জামান
আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটিতে তিন পার্বত্য জেলার দায়িত্ব পেয়েছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান। তিন পার্বত্য জেলা ছাড়াও তিনি চট্টগ্রাম, কক্সবাজারের দায়িত্ব পালন করবেন।
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন।
বিজ্ঞপ্তির ভাষ্যমতে, বাংলাদেশের প্রধান বিচারপতি দেশের আটটি বিভাগের জন্য পৃথক পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাবর্ডিনেট কোর্টস’ গঠন করে হাইকোর্ট বিভাগের একজন বিচারপতিকে উল্লেখিত জেলাগুলোর দায়িত্ব দিয়েছেন।
এর আগে ২০২২ সালের ২৭ জানুয়ারি ৮ বিভাগ মনিটরিংয়ের জন্য ৮ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছিলেন তৎকালীন প্রধান বিচারপতি। পরবর্তীতে সেটি বাড়িয়ে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে দায়িত্ব দেওয়া হয়েছিলো। এবার সেটি পুনর্গঠন করা হয়েছে।
আট বিভাগে অধস্তন আদালতের মনিটরিংয়ের জন্য গঠন করা কমিটিতে তিন পার্বত্য জেলার দায়িত্ব পেয়েছেন বিচারপতি এস এম কুদ্দুস জামান। তিন পার্বত্য জেলা ছাড়াও তিনি চট্টগ্রাম, কক্সবাজারের দায়িত্ব পালন করবেন।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
إرسال تعليق