জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:
জামালপুর জনস্বাস্থ্য প্রকৌশলী হাজারো কোটি টাকার দুর্নীতি একমাত্র হাতিয়ার জাহাঙ্গীর কবির বাবু উরফে হোয়াইট (বাবু) সাংবাদিক কে ম্যানেজ করার জন্য দুজন অসাধু ব্যক্তিকে টাকা দিয়ে সাংবাদিকের বাসায় পাঠানো সহ সংবাদ ধামাচাপা দেওয়ার চেষ্টা।
এক পর্যায়ে সাংবাদিক দুর্নীতি বিষয়ে কোনো প্রকার টাকা নিতে রাজি না হলে.. পরবর্তীতে হোয়াইট (বাবু) ও তার ভোজন বন্ধু,জামালপুর জেলা বিএনপির নেতার আপন ভাগিনাকে দিয়ে হুমকি ও সাংবাদিক মহলে মিথ্যে প্রভা কান্ড ছড়ায়।
প্রমাণ সৌরভ সাংবাদিকের বাসার সিসিটিভি ফুটেজ রয়েছে আমাদের হাতে..
জামালপুরের জনস্বাস্থ্য প্রকৌশলী হাজারো কোটি টাকা দুর্নীতি একমাত্র হাতিয়ার অফিস প্রধান সহকারী হোয়াইট (বাবু) যার কথায় নির্বাহী প্রকৌশলী কাজ বন্টন করতো এবং জনস্বাস্থ্য প্রকৌশলী সকল অফিস স্টাফদের পকেটে টাকা উঠতো সেই হচ্ছে জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলীর অফিস প্রধান সহকারি জাহাঙ্গীর কবির (বাবু) এখানেই শেষ নয়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভুক্তভোগী নারীরা অভিযোগ করেন,জনস্বাস্থ্যের বিভিন্ন প্রকল্পে প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীর তালিকা,মাঠ জরিপ কার্যক্রমেরও দায়িত্বপালন করেন প্রধান অফিস সহকারী জাহাঙ্গীর কবির হোয়াইট (বাবু)। নারীদের প্রশিক্ষণের অংশ নেয়ার সুযোগ করে দিতে,গরীব দরিদ্র নারীদের বাড়িতে টিউবয়েল স্থাপনের অফার দিতেন। সঙ্গে দিতেন কু-প্রস্তাব।
পরবর্তীতে অধিদফতরের বিভিন্ন প্রকল্পে অংশ গ্রহনকারী আবাসিক প্রশিক্ষণার্থীদের জরুরি কাজের কথা বলে গভীর রাতে ডেকে আনা হতো অফিস রুমে। অবৈধ সম্পর্ক স্থাপন করেছেন একাধিক নারীর সঙ্গে কথা বলে জানা যায়। চাকরি হারানোর ভয়ে অনেকেই মুখ খুলতে রাজি হয় নি।
জুলাই বিপ্লবের আগে হোয়াইট বাবুদের কে শেল্টার দিতেন ও কাজ নিতেন এবং নারী কেলেঙ্কারি ধামাচাপা দিতেন আওয়ামী লীগের সাবেক (মেয়র) সানোয়ার হোসেন (ছানু) ও যুব লিগের সাধারণ সম্পাদক হোয়াইট বাবুর ভোজন বন্ধু (ফারহান) আহামেদ নেতারা। ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর এখন ছায়া দিচ্ছেন বিএনপি-জামায়াত ও কথিত সমন্বয়করা। সুবিধাও নিচ্ছেন।
পরবর্তীতে আবারো আসবো আপনাদের সামনে..সবাই ভালো থাকবেন।
إرسال تعليق