শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা - পরিদর্শন করলেন- প্রশাসক শামীম আরা রিনি


পার্বত্য জেলা বান্দরবানে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। ১০ই  এপ্রিল  বৃহস্পতিবার  শুরু হওয়া এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলায় মোট ৫ হাজার ৯ শত ২৪জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।

প্রশাসনের তথ্যমতে, এবারে বান্দরবান জেলায় ৭টি উপজেলার ২৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। পরীক্ষা শুরুর ৩০মিনিট আগে পরীক্ষার্থীরা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে নিজ নিজ আসনে গিয়ে পরীক্ষায় অংশগ্রহন করছে।

বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আর পরীক্ষা শুরুর প্রথমদিনে শিক্ষার্থীদের পাশাপাশি কেন্দ্রগুলোর সামনে অভিভাবকদের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে।

বান্দরবান সদরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, নেজারত ডেপুটি কমিশনার (এনডিসি) আসিফ রায়হানসহ প্রশাসনের কর্মকর্তারা।

এদিকে এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত করার জন্য সার্বিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর