রাজশাহী পুলিশ লাইন্সে ঈদের নামাজ অনুষ্ঠিত


মোঃ গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:

সারাদেশের ন্যায় রাজশাহীতেও পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতে নামাজ আদায় করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবু সুফিয়ান মহোদয় ও  রাজশাহী রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। এছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ, রাজশাহী রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি নামাজে অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির অগ্রগতি, আইনশৃঙ্খলার উন্নতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রার্থনা করা হয়।

ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন যা ঈদের আনন্দকে বহু গুণে বৃদ্ধি করে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর