জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত



মোঃ আহসান হাবীব সুমন, নিজেস্ব প্রতিবেদক :

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ অডিটোরিয়ামে জেলা পুলিশ জামালপুর এর আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, ইভটিজিং, ধর্ষণ, আপহরণ, বডি শেমিং, সাইবার বুলিং, মাদক, বয়স্ক ও প্রতিবন্ধীদের সুরক্ষা ও কিশোর অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্তে সচেতনতামূলক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সম্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম (পিপিএম-সেবা)  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মোঃ হারুন অর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনাব মোঃ মাসুদ আনোয়ার, পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত (প্রশাসন ও অর্থ), জামালপুর; জনাব আবু ফয়সল মোঃ আতিক (অফিসার ইনচার্জ),জামালপুর থানা; সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সাংসদের সেক্রেটারি মোঃরেজাউল করিম।

আরও উপস্থিত ছিলেন সরকারি আশেক মাহমুদ কলেজের বিভিন্ন বিভাগের বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

এ সময় জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে উপস্থিত কলেজ শিক্ষার্থীদের সামনে মাদক প্রতিরোধে,ইভটিজিং প্রতিরোধে পুলিশের গৃহীত পদক্ষেপ, সাইবার বুলিং সহ বিভিন্ন সচেতনতামুলক বিষয়ের উপর আলোচনা করেন জেলা পুলিশ ।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর