সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এইচএসসি পরীক্ষার্থী জেরিনের, বাবা গুরুতর আহত


মোঃহাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন থলবারী গ্রামে  মো বাচ্চু মিয়া ও তার মেয়ে মোছাঃ জেরিন আক্তার কালিয়াকৈর সূত্রাপুর শিলাবৃষ্টি  তেলের পাম্পের কাছে সড়ক দুর্ঘটনার ঘটে। 

টাঙ্গাইল মধুপুর উপজেলাধীন মির্জাবাড়ি ইউনিয়নের থলবাড়ী গ্রামে মোঃ বাচ্চু মিয়া দীর্ঘদিন একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে কর্মরত আছেন।পবিত্র রমজানে ঈদুল ফিতরের এক সপ্তাহ পূর্বে গ্রামের বাড়িতে আসেন। পবিত্র ঈদুল ফিতরের শেষে করে।

গত শুক্রবার (৪ এপ্রিল২০২৫) নিজস্ব মোটরসাইকেল যুগে (বাবা ও কন্যা ) টাঙ্গাইল  মধুপুর হতে ঢাকার উদ্দেশ্যে রওনা রওনা দেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে  কালিয়াকৈর উপজেলাধীন সূত্রাপুর শিলাবৃষ্টি তেলের পাম্পের কাছে আনুমানিক রাত সাত ঘটিকার সময় মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মেয়ে(জেরিন ১৮) নিহত হন।গুরুত্ব আহত হন বাবা মোঃ বাচ্চু মিয়া (৩৮) পারিবারিক সূত্রে জানা যায় মোছাম্মদ জেরিন এবছর(২০২৫) এইচএসসির পরীক্ষার্থী ছিলেন। এলাকাবাসী জানান জেরিন বাবা মায়ের একমাত্র বড় মেয়ে ও এক ছোট ভাই (১০) ছিল।জেরিনের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় সুখের ছায়া আবৃত হয়ে যাচ্ছে।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর