বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসন, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন মিজ শামীম আরা রিনি, জেলা প্রশাসক, বান্দরবান পার্বত্য জেলা।
আসন্ন বৈসাবী উদযাপন উপলক্ষে বিভিন্ন সম্প্রদায় ও বান্দরবান জেলার উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত:
আসন্ন বাংলা নববর্ষ ও বৈসাবী (বিজু/বৈসু/বৈসুক/সাংগ্রাই/সাংক্রান/বিহু) উৎসবকে ঘিরে পার্বত্য বান্দরবানে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন জাতি-গোষ্ঠীর সঙ্গে ধারাবাহিক মতবিনিময় পাহাড়ে বসবাসরত ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীদের প্রধান সামাজিক ধর্মীয় উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু ও বিহু উপলক্ষে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে সপ্তাহব্যাপী অনুষ্ঠান। সভার অংশ হিসেবে সম্প্রদায় সঙ্গে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় আসন্ন বৈসাবী উৎসব বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও প্রস্তুতি বিষয়ে আলোচনা হয়। উক্ত সভায় জেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সকল -বৈসাবী উৎসব পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর ধর্মীয় উৎসব হলেও পাহাড়ে এটা সকল সম্প্রদায়ের একটি মিলনমেলা বলা চলে। জাতি-গোষ্ঠীর সঙ্গে এই ধরনের ধারাবাহিক সভার আয়োজনের মাধ্যমে উৎসব উদযাপনের পরিবেশ আরও প্রাণবন্ত ও সমন্বিত হবে। পর্যায়ক্রমে অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের সাথেও এমন মতবিনিময় সভা আয়োজন করা হবে।
সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের উর্ধতন কমর্র্কতা এবং জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অসীম রায় (অশ্বিনী)
বান্দরবান
إرسال تعليق