লালপুরে বসুন্ধরা শুভসংঘের অভিভাবক সমাবেশ


আবু তালে, লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে নিরাপদ সড়ক ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল ) সকালে উপজেলার বুধপাড়ায় বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে  স্কুলের প্রধান উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শুভসংঘের পরিচালনা কমিটির সদস্য ও লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ, নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, সদস্য রফিকুল ইসলাম, ইউপি সদস্য ইমদাদুল হক প্রমূখ। বক্তব্যে নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান বলেন, সড়ক এ চলতে না জানলে তা সব সময় ই বিপদজনক। অনিরাপদ সড়ক পরিবার, সমাজ, রাষ্ট্র এর জন্য আতংক। মূলত সচেতনতায় পারে এ আতংক থেকে আমাদের রক্ষা করতে। 

লালপুর ডিগ্রী কলেজের সাবেক প্রদর্শক আব্দুল ওয়াদুদ বলেন, বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম স্থান লালপুর। হঠাৎ এই উষ্ণতা আরও বেড়েছে। অতিরিক্ত এ তাপদাহ থেকে বাঁচতে এই অঞ্চলে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ এর বিকল্প নেই। এ বিষয়ে শূভসংঘ দৃষ্টি দেবে বলে লালপুরবাসি আশা রাখে।

সভাপতির বক্তব্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার প্রবণতা এড়াত হলে রাস্তার দুই ধারে হেলে পড়া বা ঝুকে পড়া গাছগুলোকে অপসারণ করতে হবে। গাড়ির চালকদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। রাস্তায় চলাচলকারী সকল প্রকার চালক ও যাত্রীদের আরো সচেতন হতে হবে। তবেই সড়ক দুর্ঘটনার প্রবণতা অনেক আংশিক কমবে। এজন্যে জনসাধারণকে সচেতন করতে সকলকে উদ্বুদ্ধ করতে হবে। এমন সচেতনতা মূলক অভিভাবক সমাবেশ এর আয়োজন করায় বক্তারা বসুন্ধরা গ্রুপকেও ধন্যবাদ জানান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর