জাকিরুল ইসলাম বাবু,জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে অশ্লীল নৃত্য ও জুয়ার আসরে যৌথ বাহিনীর অভিযানের সময় পালিয়ে যাওয়া ১ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে জেলার ইসলামপুর উপজেলায় নোয়ারপাড়া ইউপির রামভদ্রা গ্রামের বেড়িবাঁধ এলাকায় ডোবা থেকে মো. চাঁন মিয়া নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। পরে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়। নিহত চাঁন মিয়া মেলান্দহ উপজেলার মাহমুদপুর আটবারিয়া গ্রামের মঈনুদ্দিনের ছেলে।
উল্লেখ্য, গত ২ এপ্রিল ইসলামপুরে অবৈধভাবেভাবে চলা অশ্লীল নৃত্য ও জুয়ার আসরে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালাতে গিয়ে চাঁন মিয়া নিখোঁজ হন। পরে দিনভর খোঁজার পর ডোবা থেকে তার লাশ উদ্ধার হয়। লাশে কোনো আঘাতের চিহ্ন না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় অঙ্গীকারনামা নিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে ইসলামপুর থানা পুলিশ।
إرسال تعليق