পছন্দের মানুষ বেছে নিতে জলকেলিতে মাতল মারমা ও বাঙালী তরুণ-তরুণীরা



বান্দরবানের মারমা সম্প্রদায় তাদের নববর্ষ বরণ উৎসব “সাংগ্রাই” এর দ্বিতীয় দিনে জলকেলীতে মেতে উঠেছে। জলকেলিতে মেতে উঠে মারমা সম্প্রদায়ের তরুন-তরুনীরা। ১৭ ই এপ্রিল  বৃহস্পতিবার  বান্দরবানে বিকেলে দিনব্যাপী ঐতিহাসিক রাজার মাঠে  এ উৎসব চলমান,

তৃতীয় পর্বের অনুষ্ঠানে মৈত্রী পানি বর্ষণে মাতোয়ারা বান্দরবানের মারমা সম্প্রদায়। 

সাংগ্রাইং উপলক্ষে বিভিন্ন এলাকায় - সোমবার, মঙ্গলবার,  বুধবার থেকে বান্দরবান জেলার ঐতিহাসিক রাজার মাঠে মৈত্রী পানিবর্ষণ উৎসব শুরু হয়েছে। তবে জেলার অন্যান্য জায়গায় গতকাল মঙ্গলবার এই উৎসব শুরু হয়। খাগড়াছড়িতে কোথাও কোথাও সোমবার শুরু হয়েছে মৈত্রী পানিবর্ষণ উৎসব।

মারমা জনগোষ্ঠীর প্রবীণদের একজন শিক্ষাবিদ থোয়াইংচ প্রু। তিনি বলেন, সাংগ্রাইং আখ্যেয়া বা মূল সাংগ্রাই দিনে বুদ্ধমূর্তি স্নানের আগে মৈত্রী পানিবর্ষণ উৎসব হয় না। এটা প্রথাসিদ্ধ রীতি।

উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল করিম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং, সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি উ. জলি মং,  ডা: উষাথোয়াই প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাংগ্রাইং উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং, সহ-সভাপতি নিনি প্রু, সহ-সভাপতি থুইসিং প্রু লুবু, সাধারণ সম্পাদক উক্যসিং (উহ্লামং), সাংস্কৃতিক সম্পাদক একিনু সহ মারমা ও বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণী এবং নারী পুরুষেরা।

মারমা সম্প্রদায়দের এই জলকেলি উৎসব পাহাড়ী-বাঙ্গালির মিলন মেলায় পরিনত হয়। দেশে বিভিন্ন প্রান্ত থেকে আসে শত শত পর্যটক। আগামীকাল শুক্রবার ১৮ এপ্রিল রাজার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান, ঐতিহ্যবাহী জলকেলি উৎসবের মাধ্যমে শেষ হবে সাংগ্রাই অনুষ্ঠান।



অসীম রায় (অশ্বিনী)

বান্দরবান

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর