আপন চাচার চোখ উপরে ফেললো ভাতিজা বিমান বাহিনীর সদস্য কবির হোসেন



মো: আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:

জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের  ক্ষেত্রিপাড়া গ্রামে আপন চাচা হাছেন আলীর চোখ উপরে ফেললো ভাতিজা বিমান বাহিনীর সদস্য কবির হোসেন জানা যায়, জমি জমা নিয়ে বিরুদের জের ধরে রশিদপুর ইউনিয়নের ক্ষেত্রিপাড়া গ্রামের মোঃ হাসেন আলী (৬৫) নামে এক বৃদ্ধের চোখ উপড়ে ফেলছে তারই আপন ভাতিজা মোসলেম উদ্দিন এর ছেলে বিমান বাহিনীর সদস্য কবির হোসেন। 

ঘটনাটি ঘটেছে গত ০১-০৪-২০২৫ ইং তারিখ রোজ মঙ্গলবার আনুমানিক রাত ১০ ঘটিকায়। গুরুতর আহত অবস্থায় হাছেন আলীকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামি কবির বিমান বাহিনীর সদস্য বিধায় পুলিশ তাকে গ্রেফতার করতে গড়িমসি করছে। এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

এলাকাবাসী দ্রুত অভিযুক্ত আসামি  কবির হোসেনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর