বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম লুলাইন এলাকা থেকে তামাক খেতের ৯জন শ্রমিককে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
৭ই এপ্রিল সোমবার দিবাগত রাত ৩টার দিকে লামা সরই ইউনিয়নের লুলাইন এলাকা থেকে তাদের অপহরণ করে নিয়ে যায়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, লামা সরই ইউনিয়নে লুলাইন এলাকায় তামাক খেতের ওই শ্রমিকরা কাজ শেষে খামার ঘরে ঘুমিয়ে যায়। পরে রাত ৪ টার দিকে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে তাক করে তাদেরকে নিয়ে যায়। এলাকাটি নেটওয়ার্ক বিহীন হওয়ার আজ সকালে বিষয়টি জানাজানি হয়। ঘটনার পর এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, অপহরণের ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ মিলে যৌথ অভিযান চলমান রয়েছে।
বান্দরবান জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অ্যান্ড অপ্) আবদুল করিম বলেন, গতকাল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৯জন শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। তাদের উদ্ধারের অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন।
অসীম রায়( অশ্বিনী)
বান্দরবান
إرسال تعليق