মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি:
রুয়েট ছাত্র-ছাত্রীরা তিন দফা দাবিতে বিক্ষোভ করেছে । রাজশাহীর ভদ্রার মোড়ে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করা হোক। দশম গ্রেড, থেকে পরীক্ষার মাধ্যমে প্রমোশন নিয়ে নবম গ্রেডে আসতে হবে।
প্রকৌশলী শুধু প্রকৌশলী দের অধিকার। বি,এস ,সি, পাশ না করেও ডিপ্লোমা পাশ করে প্রকৌশলী লিখছেন। প্রকৌশলী লিখতে বি,এস,সি, পাশ করতে হবে। বি,এস,সি পাশ হলে, প্রকৌশলী নামের পূর্বে বা পরে লিখা যাবে । সকল প্রকার বৈষম্য দূর করে রুয়েট ছাত্র-ছাত্রীরা এই আন্দোলন করছেন। ছাত্র-ছাত্রীরাদের সাথে, রুয়েট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীরা রুয়েট কর্তৃপক্ষকে এবং জেলা প্রশাসককে স্মারকলি, প্রদান করেন। ছাত্র-ছাত্রীদের প্রত্যাশা তাদের এই দাবি সরকার দ্রুততম সময়ের মধ্যে মেনে নিবেন, অন্যথায় পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।
إرسال تعليق