মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
তারুণ্যের অংশগ্রহন,খেলাধূলার মানন্নোয়ন” এই প্রতিবাদ্য বিষয়ক সামনে রেখে রাজশাহীর চারঘাটেও এদিবসটি উপলক্ষে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত হয়।
রবিবার (৬ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মিলিত হয়ে আলোচনা সভা ও ক্রীড়া কার্যক্রম বিষয়ে দিক-নিদের্শনা পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা। এসময় অন্যাদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আরিফ হোসেন,উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সরওয়ারদ্দিন,উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ,উপজেলা তথ্য কেন্দ্র ফাতিমা থাতুন ও চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ক্রীড়া সংস্থা কমিটি সদস্যবৃন্দ।
উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মুরাদ পাশা বলেন, খেলাধূলায় বাড়ে বল,মাদক ছেড়ে মাঠে চল এই শ্লোগানকে সামনে রেখে বিগত থেকে যেসব খেলাধুলা ও সাংস্কৃতিক বন্ধ ছিল আবারো সেই খেলা ক্রিকেট,ফুটবলসহ তারুণ্যের যুব সমাজ,ছাত্ররা অংশগ্রহন ও খোলোয়াড়রা মাঠে নামবে বলে আশা করি। তাতে শরীর ও স্বাস্থ্য মন ভালো থাকবে। মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে সকল খেলোয়াড়দের মাঠে প্রস্তুতি থাকার আহবান জানান।
إرسال تعليق