মধুপুরে ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে জামায়াতের ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল


মোঃ হাফিজুর রহমান (উপজেলা প্রতিনিধি মধুপুর):

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে  টাঙ্গাইল মধুপুরে আজ বৃহস্পতিবার (১০এপ্রিল২০২৫ ) বিকাল ৫টায় বাংলাদেশ জামায়েত ইসলামীর নেতৃবৃন্দ মধুপুর রানী ভবানী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ হতে  নিরহ মুসলিমদের উপর ইজরায়ী হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ  সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

মধুপুর রানী ভবানী উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়েত ইসলামের স্থানীয় নেতৃবৃন্দ একটি বিক্ষোভ মিছিল শুরু করেন, মিছিলটি মধুপুর থানার মোড় হয়ে মধুপুর আনারস চত্বরে এসে  একটি বিক্ষোভ সমাবেশ করেন।  এ সময় বাংলাদেশ  জামায়েত ইসলামীর পাশাপাশি, শিক্ষার্থী, ব্যবসায়ী, চিকিৎসক, যুবক ও স্থানীয় জনগণ প্ল্যাকার্ড ও ব্যানার হাতে রাস্তায় নেমে আসেন।

উক্ত বিক্ষোভ সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,  বাংলাদেশ জামায়ত ইসলামীর মধুপুর উপজেলা আমির অধ্যাপক  মুন্তাজুর রহমান 

আরো বক্তব্য রাখেন স্থানীয় বাংলাদেশ জামাত ইসলামের মধুপুর উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।

উক্ত  সমাপনী  সমাবেশে বক্তব্যে  অংশগ্রহণকারীরা বলেন ‘ফিলিস্তিনের পাশে দাঁড়াও,ইসরায়েলি হামলা বন্ধ কর‘জিহাদ করে বাঁচতে চাই’ প্রভৃতি স্লোগান দেন।

বক্তারা বলেন, ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনে সাধারণ মানুষ, শিশু ও নারীদের ওপর নিষ্ঠুর হামলা চালিয়ে যাচ্ছে। এই হামলা মানবাধিকার লঙ্ঘনের চরম উদাহরণ। বক্তারা বাংলাদেশ সরকারসহ বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান— যেন তারা দ্রুত এই আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন ফিলিস্তিনিদের স্বাধীনতার অধিকার নিশ্চিত করেন।

ছাত্র জনতার আয়োজিত এই বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ধর্মীয় অনুভূতি থেকে মানবতার পক্ষে দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল অনেকের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছে। বক্তব্য আরো বলেন নির্বিচারের শিশু হত্যা করেছে ইসরাইলি হানাদার বাহিনী। অনতিবিলম্বে এ ধরনের হামলা বন্ধের দাবি করেন তারা।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর