চন্দনাইশে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন


 চন্দনাইশ  প্রতিনিধি :

চন্দনাইশ উপজেলার বরমা রাউলিবাগে ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য একটি নতুন ভাবে পূর্ণনির্মাণ মসজিদ হতে যাচ্ছে রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদ। ১৪ এপ্রিল(সোমবার) সকালে আনুষ্ঠানিকভাবে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজ উদ্বোধন করা হয়। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ হেলাল সওদাগরের সভাপতিত্বে ও রাউলিবাগ বায়তুল আমান জামে মসজিদের পেস ইমাম মাওলানা নুর হোসেনের সঞ্চালনায়, 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রজায়ী যুব তরিকত কমিটি বাংলাদেশের চেয়ারম্যান ও ওষখাইন দরবার শরিফের শাজ্জাদনশীন পীরজাদা আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ উল্লাহ রজায়ী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউলিবাগ বাইতুল আমান জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ আবু ইসুফ নুর আলকাদেরী, মাওলানা মোহাম্মদ কমরুউদ্দীন নুরী, মাওলানা শওকত রেজা, মাষ্টার এনাম, এতে আরো উপস্থিত ছিলেন 

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজি নুরুল হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী নুর হোসেন সওদাগর, আলী সওদাগর, কবির সওদাগর, আবদুল আলিম, নাজিম সওদাগর, রহমত আলী মাঝি, শফিউল আলম, সাংবাদিক ওমর ফারুক, মোরশেদুল আলম, প্রবাসী কুতুবউদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল আলম, প্রবাসী মউনুদ্দীন, আবু ছৈয়ুদ, সাকিল, প্রবাসী আবুল কাসেম, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল হক, প্রবাসী আলাউদ্দীন, মাওলানা মোহাম্মদ আজিজুর রহমান,মোহাম্মদ সাইফুল আলম খন্দকার, আবুল বসর, সাইফুউদ্দীন, আহমদ জমির, ফজল করিম, মোস্তাক, মফিজুর রহমান, প্রবাসী রফিকুল ইসলাম, মহিউদ্দিন সওদাগর, প্রমুখ।

পূর্ণনির্মাণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ দোয়া খতিব আবু ইউসুফ নূর 

এ সময় বক্তারা বলেন, চন্দনাইশ বরমায় ধর্মপ্রাণ মুসলমানদের জন্য এই মসজিদ একটি আশীর্বাদস্বরূপ। এটি শুধু নামাজ আদায়ের স্থান নয়, বরং ধর্মীয় শিক্ষার কেন্দ্র হিসেবেও কাজ করবে। একটি সুন্দর সমাজ গঠনের জন্য ইসলামী শিক্ষার প্রচার-প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এমন একটি মহৎ উদ্যোগে থাকতে পেরে আমরা গর্বিত। এছাড়াও, মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।  

শেষে মিলাদ, কিয়াম ও বিশেষ দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


চন্দনাইশ প্রতিনিধি:

মো. জিয়া উদ্দিন 

তারিখ: ১৪-০৪-২০২৫

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর