বকশিগঞ্জে বগারচর ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত।


শহিদুল্লাহ, বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: 

জামালপুরের বকশিগঞ্জে বগার চর  ইউনিয়নে  ২১ এপ্রিল ( সোমবার)   জামালপুর  জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) এর সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর বাস্তবায়ন   ''পূর্বাভাস ভিত্তিক আগাম কার্যক্রম'' (এফএএ) প্রকল্পের আওতায় ১ দিনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভার মূল উদ্দেশ্য ছিল দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য প্রদান এবং স্থানীয় জনগণ ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে বন্যা প্রতিরোধ ও প্রস্তুতি সম্পর্কে সচেতন করা। প্রকল্পের আওতায় এলাকার জনগণকে বন্যার পূর্বাভাস, প্রস্তুতি গ্রহণ এবং তা মোকাবিলা করার উপায় সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করা হয়।

সভায়   বগার চর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত  চেয়ারম্যান মো: সোহেল রানা    ইউপি সচিব   আবু মোসা, উপসহকারী কৃষি কর্মকর্তা আরাফাত  ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগন ও স্থানীয় স্বেচ্ছাসেবক, ইএসডিও’র প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা মো: আবু রায়হান  উপজেলা  কো-অর্ডিনেটর।  সাইফুল ইসলাম  ফিল্ড  ফ্যাসিলিটেটর  এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা বন্যার পূর্বে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের গুরুত্ব এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানোর জন্য কীভাবে স্থানীয় প্রশাসন ও জনগণ একত্রে কাজ করতে পারে সে সম্পর্কে আলোচনা করেন।

Post a Comment

أحدث أقدم
DailyKhobor.Com | ডেইলি খবর
DailyKhobor.Com | ডেইলি খবর